সাবেক পুলিশ প্রধানের কূটনৈতিক যাত্রা
পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম (Md. Moinul Islam)। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল (অবসর প্রস্তুতিকালীন ছুটি) ভোগরত পুলিশ বিভাগের সাবেক এই মহাপরিদর্শককে তার অবসরোত্তর ছুটি বাতিল করে এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ ১০ এপ্রিল থেকে কার্যকর হবে এবং মেয়াদ হবে দুই বছর। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
সংক্ষিপ্ত পেশাগত জীবন
মো. ময়নুল ইসলাম (Md. Moinul Islam) ছিলেন বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা। ২০২৩ সালের ৭ আগস্ট তাকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) (Inspector General of Police) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মাত্র সাড়ে তিন মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার তাকে এ পদ থেকে সরিয়ে নেয়।
নিজের পছন্দেই রাষ্ট্রদূতের দায়িত্ব
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs)-এ তার চাকরি প্রেষণে ন্যস্ত করা হয় এবং এটি হয় তার নিজস্ব পছন্দে। শুরুতে গুঞ্জন ছিল, তাকে মালয়েশিয়া, সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তাকে পোল্যান্ড (Poland)-এ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো।