জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের নেতা এবং বর্তমান সহসভাপতি আলী হোসেন (Ali Hossain) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-তে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে ইসলামপুর উপজেলার জামায়াত কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে তিনি দলটিতে তার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন।
এই সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী (Dr. Samiul Haque Faruqi)। তিনি আলী হোসেনকে স্বাগত জানিয়ে জামায়াতের বিভিন্ন প্রকাশনা তার হাতে তুলে দেন। একই সঙ্গে ফারুকী ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।
তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির সঙ্গে যুক্ত
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন প্রায় সাড়ে তিন দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে চতুর্থ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। অতীতে তিনি দপ্তর সম্পাদক ছাড়াও ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।
দলবদলের কারণ হিসেবে আলী হোসেন বলেন, “আমি দীর্ঘদিন বিএনপিতে রাজনীতি করেছি। তবে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড এবং আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে। সেজন্যই আমি আজ দলটিতে যোগ দিয়েছি।”
দল ছাড়লেও গুরুত্ব কমছে না বলে দাবি বিএনপির
আলী হোসেনের এই পদক্ষেপ নিয়ে বিএনপির অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব (Md. Abdul Wahab) বলেন, “রাজনীতি একান্ত ব্যক্তিগত বিষয়। আলী হোসেন একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন, কিন্তু একজন চলে গেলে দলের তেমন ক্ষতি হয় না।”
অন্যদিকে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান (Maulana Md. Khalilur Rahman) নিশ্চিত করেন, ইসলামপুর পৌর শহরের মণ্ডলপাড়াস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আলী হোসেন জামায়াতে যোগ দিয়েছেন।
ড. সামিউল হক ফারুকী বলেন, “জামায়াত একটি ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে একমত হলে এখানে আসতে পারেন।”
এই যোগদান স্থানীয় রাজনীতিতে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে যখন আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন দল নিজেদের সাংগঠনিক শক্তি গুছিয়ে নিচ্ছে, তখন এমন দলবদলগুলো তৃণমূল পর্যায়ের রাজনীতিকে নাড়া দিয়ে যাচ্ছে।