ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে — বিস্ফোরক মন্তব্য সালাহউদ্দিনের

ছাত্র-জনতার জাগরণে ‘ফ্যাসিস্ট শক্তির পতন’ হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগকে বিদ্রূপ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। বাংলা নববর্ষ উপলক্ষে রমনার বটমূলে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি যেন ঢাকায় মৃত্যু, আর তার দাফন হয়েছে দিল্লিতে।

সোমবার (১৪ এপ্রিল), পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। সেখানেই তিনি বলেন, “ছাত্র, জনতা এবং সমাজের সর্বস্তরের মানুষ একত্র হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে—যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।”

তার কথায়, “আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।” এই বক্তব্যে কটাক্ষের সুর ছিল স্পষ্ট, যা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিএনপি নেতা সালাহউদ্দিন তাঁর বক্তব্যে বাংলা সংস্কৃতিকে কেন্দ্র করে বিগত সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। বলেন, “বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা—এসব আমাদের আবহমান সংস্কৃতির অংশ। কিন্তু এগুলোকে বিকৃত করে আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রার নামে একটি অপ্রাসঙ্গিক সংস্কৃতির প্রবাহ তৈরি করেছে।”

তাঁর দাবি, এসব উদ্যোগে বাঙালি সংস্কৃতির পরিবর্তে ভিন্নধারার রাজনৈতিক উদ্দেশ্য চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এ দেশে সব জাতি ও ধর্মের মানুষ বৈশাখ পালন করে, এখানে ধর্ম চর্চা টেনে এনে বিভেদ সৃষ্টি করা অনুচিত। যারা এসব সংস্কৃতিকে নষ্ট করছে, তাদের ঝেঁটিয়ে বিদায় দিতে হবে।”

ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধেও তোপ

বক্তৃতার শেষ দিকে সালাহউদ্দিন আহমদ ভারতীয় সংস্কৃতি গ্রহণের বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, “বাঙালিয়ানাকে ধারণ করতে হবে, আর ভারতীয় সংস্কৃতির নামে যা চাপিয়ে দেওয়া হচ্ছে, তা বর্জন করতে হবে।” তাঁর এই বক্তব্যে জাতীয় সংস্কৃতির আত্মপরিচয় ও আত্মরক্ষার বার্তা তুলে ধরা হয়েছে বলে মনে করছেন উপস্থিত নেতাকর্মীরা।

এই বক্তব্যে একদিকে যেমন বাংলা নববর্ষের চেতনার আহ্বান ছিল, তেমনি ছিল রাজনৈতিক বারুদের গন্ধ—যা ঘনিয়ে তুলেছে রাজনৈতিক উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *