খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiotabadi Chhatra Dal)। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের ভিত্তিতে সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পেরেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হয়, এই সিদ্ধান্ত সহানুভূতির সঙ্গে পুনর্বিবেচনা করা হোক এবং শিক্ষার্থীদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক। পাশাপাশি, দ্রুত ক্যাম্পাসে একটি সুশৃঙ্খল ও শিক্ষা উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
ছাত্রদলের বক্তব্যে আরো উল্লেখ করা হয়, “দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগের নেতৃত্বে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে ‘মব কালচার’ ও অস্থির পরিবেশ তৈরি হয়েছে, তা শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। এখন সময় এসেছে সেই পথ থেকে সরে এসে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা — মানসম্মত আবাসন ও খাবারসহ — পূরণ করে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের।”
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই বিবৃতি দেন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন শিক্ষার পরিবেশ দ্রুত স্বাভাবিক করা হয়।
ছাত্রদলের বিবৃতি মূলত দুই দিকেই নজর দিচ্ছে—একদিকে শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার, অন্যদিকে দেশের সামগ্রিক শিক্ষা কাঠামোতে দীর্ঘদিনের বৈষম্য ও সংকট কাটিয়ে উঠার আহ্বান।