প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়: নাহিদ

প্রশাসন মাঠপর্যায়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বিএনপির পক্ষেই কার্যত অবস্থান নিয়েছে—এমন অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের প্রশাসনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমানে মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে, আর প্রশাসন সেসব ক্ষেত্রে নিরব ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। চাঁদাবাজি চলছে, মাঠপর্যায়ে অবৈধ কার্যক্রমও চলছে—কিন্তু প্রশাসন সেসব বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। আমরা স্পষ্ট বলেছি, এই প্রশাসনের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশের উপস্থিতি ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়।’

এ সময় এনসিপি নেতৃবৃন্দ কূটনীতিকদের কাছে নিজেদের সংস্কার প্রস্তাবনার কথাও তুলে ধরেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংস্কার কমিশনে তিনটি মূল দাবি দিয়েছি—সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন। এই তিনটি বিষয়ে মৌলিক পরিবর্তন ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা, সেটি এখনো বিবেচনায় আছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা ন্যূনতম সংস্কার নয়, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের জন্য কাজ করছি। শুধু কস্মেটিক পরিবর্তন করে নির্বাচন করলেই সেটা গ্রহণযোগ্য হবে না।’ একইসঙ্গে বর্তমান ব্যবস্থায় অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়—এমন বার্তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এনসিপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *