গণতন্ত্রের মূল শর্ত নির্বাচনের প্রতি অবহেলা দেশের জন্য অশুভ ইঙ্গিত

ভোটবিহীন ক্ষমতা কিংবা ভোটারবিহীন নির্বাচন—উভয়ই এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা, যা গণতান্ত্রিক মূল্যবোধকে সরাসরি আঘাত করে। জনগণের মতপ্রকাশের অধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করার এই চেষ্টাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না।

দুঃখজনক বিষয় হলো, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জনগোষ্ঠীর জন্য আজও ভোটের দাবি তোলা লাগে। যেখানে নির্বাচন হওয়া উচিত ছিল নিয়মিত একটি প্রক্রিয়া, সেখানে তা হয়ে উঠেছে একটা সংগ্রামের বিষয়। এটি শুধু রাজনৈতিক অধিকার হরণের দৃষ্টান্ত নয়, বরং জাতীয় আত্মমর্যাদার ওপরও এক ধরনের আঘাত।

আরও উদ্বেগের বিষয় হলো—নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার প্রবণতা। গণতন্ত্রের মৌলিক শর্তই হলো সময়মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেটিকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা শুধুই রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল নয়, বরং তা দেশের জন্য দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

গণতন্ত্রকে কার্যকর করতে হলে প্রথম শর্তই হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এটিকে খর্ব করার অর্থই হলো—দেশকে একটি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *