ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে

বাংলাদেশে একজন নাগরিকের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি (NID)। এই কার্ড না থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ সরকারি-বেসরকারি নানা পরিষেবা গ্রহণে জটিলতার মুখে পড়তে হয়। এমনকি মোবাইল সিম, বিকাশ, নগদ বা রকেট একাউন্ট খোলার ক্ষেত্রেও এনআইডি আবশ্যক।

যাঁরা সম্প্রতি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং ছবি ও বায়োমেট্রিক তথ্য (হাতের ছাপ) দিয়ে আবেদন করেছেন, কিন্তু এখনো হাতে আইডি কার্ড পাননি, তাঁদের জন্য সুখবর—এখন অনলাইনেই ডাউনলোড করা যাচ্ছে নতুন ভোটার আইডি কার্ডের অনুলিপি।

অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোডের ধাপে ধাপে নির্দেশনা:

  1. প্রথম ধাপ:
    ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে।

  2. রেজিস্ট্রেশন:
    সাইটে প্রবেশ করার পর ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন। এরপর নির্ধারিত ঘরে আবেদনকৃত ফরম নম্বর অথবা এসএমএসে প্রাপ্ত আইডি নম্বর দিন। ফরম নম্বরের আগে অবশ্যই NIDFN লিখতে হবে।

  3. ব্যক্তিগত তথ্য:
    জন্ম তারিখ লিখে ভেরিফিকেশন কোড পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।

  4. মোবাইল ভেরিফিকেশন:
    আবেদন করার সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন, সেখানে একটি ওটিপি (OTP) আসবে। সেটি ব্যবহার করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে ‘মোবাইল পরিবর্তন’ অপশন ব্যবহার করুন।

  5. ফেস ভেরিফিকেশন:
    রেজিস্ট্রেশন সফল হলে এবার ফেস ভেরিফিকেশন করতে বলা হবে। এর জন্য আপনার মোবাইলে NID Wallet App ইন্সটল থাকতে হবে।

  6. ডাউনলোড অপশন:
    ফেস ভেরিফিকেশন সফল হলে আপনি পৌঁছে যাবেন ড্যাশবোর্ডে। এখানেই নিচের দিকে পাবেন ডাউনলোড অপশন। সেখান থেকে আপনি অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্রের সফটকপি ডাউনলোড করতে পারবেন।

সার্বিকভাবে এই প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব। আর এতে করে অপেক্ষা ছাড়াই আপনি পেয়ে যাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্রের একটি ডিজিটাল অনুলিপি, যা দিয়ে প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ জায়গায় প্রয়োজনীয় সেবা গ্রহণ করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *