‘আ.লীগ স্বৈরাচারী, তাদের হাতে রক্ত, সেই দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি: প্রেস সচিব

বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান (Shakib Al Hasan) এর আওয়ামী লীগে যোগদানকে ঘিরে আবারও তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) শুক্রবার এক বক্তব্যে সাকিবের এই রাজনৈতিক সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে বলেছেন, “স্বৈরাচারী, গুম-খুনের মতো ইতিহাস যাদের, এমন একটি দলে যাওয়া সাকিবের উচিত হয়নি।”

মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে দেশে রাজনৈতিক নিপীড়নের ইতিহাস এত ভয়াবহ, সেখানে একজন জাতীয় আইকন কীভাবে একটি বিতর্কিত দলে যেতে পারে, তা বোধগম্য নয়।”

প্রসঙ্গত, তিনি ২০১২ সালে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর (Ilias Ali) প্রসঙ্গ তুলে বলেন, “ইলিয়াস আলীকে গুম করা হয়—এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও যারা এই দলে যাচ্ছে, তাদের মানুষ গ্রহণ করতে পারছে না।”

‘রক্তে রঞ্জিত আওয়ামী লীগ’

আওয়ামী লীগকে ‘নিকৃষ্ট’ ও ‘রক্তমাখা দল’ বলেও মন্তব্য করেন প্রেস সচিব। তার ভাষায়, “তাদের হাতে রক্ত, তারা তিন-চার হাজার ছেলে-মেয়েকে হত্যা করেছে। এ দলের প্রতিটি নেতাই কোনো না কোনোভাবে খুনের দায়ে অভিযুক্ত।”

তিনি আরও বলেন, “রাজনীতি করা সবার অধিকার, কিন্তু সেটা বুঝেশুনে হওয়া উচিত। আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগ দেবেন? আওয়ামী লীগ এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে।”

মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন

রাজনৈতিক আলোচনার পাশাপাশি, শফিকুল আলম এদিন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কলেজের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত রয়েছেন এবং এখানকার পরিবেশ ভালো বলেই তার মনে হয়েছে।

তিনি বলেন, “আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছে যে আপাতত মাগুরা মেডিকেল কলেজ মার্জ করা হচ্ছে না। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”

সাকিবের দলভুক্তি নিয়ে এভাবে উচ্চপর্যায় থেকে সমালোচনা আসায় রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একজন জাতীয় আইকন যখন রাজনীতিতে পা রাখেন, তখন সেটা শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকে না—তা হয়ে ওঠে পুরো দেশের আলোচনার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *