রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান (Dr. Khaliqul Rahman)।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জলকেলি উৎসব উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “আমরা সবপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে আরাকানে (রাখাইন) শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। সেই পরিবেশ তৈরির পরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে। আশা করছি, আমরা সফল হব।”
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে সরকারের অবস্থান তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, “আমাদের দেশ সব ধর্ম, নৃ-গোষ্ঠী ও সংস্কৃতির সম্মিলিত দেশ। এই সময়টা উৎসবের, আমরা পহেলা বৈশাখ উদযাপন করেছি, আজ রাখাইন সম্প্রদায়ের সাংগ্রেং উৎসবেও এসেছি। এই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিয়ানমার সরকার সম্প্রতি যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, এটি বর্তমান সরকারের বড় কূটনৈতিক অর্জন। “এই পদক্ষেপটি রোহিঙ্গা সমস্যার সমাধানের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি,” বলেন তিনি।
রাখাইন রাজ্যে বর্তমানে সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা ও সামরিক অভিযানের মধ্যেই বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে নিরাপদ প্রত্যাবাসনের পূর্বশর্ত হিসেবে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তার বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে তুলে ধরলেন ড. খলিলুর রহমান।