বিএনপি থেকে নির্বাচন করবেন কি না—উপদেষ্টা মাহফুজকে ঘিরে বাবার মন্তব্য

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম (Md. Mahfuz Alam) বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন কি না—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ভাসছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানানো হয়নি এখনো। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার বাবা আজিজুর রহমান (Azizur Rahman), যিনি সম্প্রতি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আজিজুর রহমান বলেন, “মাহফুজ নির্বাচন করবে কি না তা এখনো পারিবারিকভাবে আলোচিত হয়নি। আমি নিজেও কিছু জানি না। সময়ই বলে দেবে কী হবে।”

এর আগের দিন বৃহস্পতিবার (২২ আগস্ট) ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে অংশ নেন আজিজুর রহমান। ভোটে অংশ নেওয়া ৪৫৩ জন ভোটারের মধ্যে ২৬৬ ভোট পেয়ে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিনের বিএনপি নেতা হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু নব্বইয়ের দশকে। তিনি জানান, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রথমবার বিএনপিকে ভোট দেন এবং গত ১৫ বছর ৬ মাস ধরে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উপদেষ্টা মাহফুজকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয় অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় তার দায়িত্ব নেওয়ার পর থেকেই। আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। এরপর ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ২৮ আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। পরবর্তীতে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। যদিও প্রথমদিকে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি, পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম (Md. Nahid Islam) পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন মাহফুজ।

রাজনৈতিক মহলে তাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—সরকারে গুরুত্বপূর্ণ পদে থেকে বিএনপির টিকিটে নির্বাচনে নামবেন কি উপদেষ্টা মাহফুজ? যদিও তার বাবা আপাতত এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত দেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *