রোজার আগেই কেন জাতীয় নির্বাচন চায় জামায়াত — জানালেন ড. শফিকুল ইসলাম মাসুদ

আসন্ন রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। গত বুধবার ঢাকায় সফররত এক মার্কিন কূটনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলটির আমির শফিকুর রহমান এই দাবি জানান। তাঁর এমন বক্তব্য ঘিরে প্রশ্ন তৈরি হলে বিষয়টি স্পষ্ট করতে গণমাধ্যমের সামনে কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

‘আমাদের অবস্থান একই ছিল, আছে’
ড. শফিকুল বলেন, “আমরা শুরু থেকেই যে অবস্থান নিয়েছি, তা থেকে একচুলও সরে আসিনি। জামায়াতের বক্তব্য সবসময়ই তিনটি মূল দাবিকে ঘিরে—এক, আওয়ামী লীগের দোসর ও সহযোগীদের বিচার নিশ্চিত করা; দুই, বিগত ১৫ বছরে অবৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রগুলো উদ্ধার করা; এবং তিন, ব্যাংক, শেয়ার বাজার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে লুট হওয়া অর্থ উদ্ধারের পর নির্বাচন আয়োজন করা।”

তিনি আরো বলেন, “যখন সন্ত্রাস, অবৈধ অস্ত্র এবং অবৈধ টাকার প্রভাব নির্বাচনের উপর পড়ে, তখন প্রশাসন বা জনগণ যতই চেষ্টায় থাকুক, সে নির্বাচন কখনোই অংশগ্রহণমূলক, বৈধ বা সুষ্ঠু হতে পারে না।”

‘বিচার, সংস্কার, তারপর নির্বাচন’—জামায়াতের রূপরেখা
শফিকুল ইসলাম মাসুদ বলেন, “তিনটি স্তরে আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি—প্রথমে বিচার, তারপর প্রয়োজনীয় সংস্কার, এবং শেষে নির্বাচন। আমরা এমন কোনো কথা বলিনি যে, এই সরকারকে সব সংস্কার করতে হবে। আমরা বরাবরই বলেছি, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কারগুলো যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ইসলামী ‘একই স্ট্যান্ড’ ধরে রেখেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থানে থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে।

এই বক্তব্য থেকে স্পষ্ট যে, রমজানের আগেই নির্বাচনের দাবি জানালেও, সেটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় বরং দলটির দীর্ঘদিনের অবস্থানেরই ধারাবাহিকতা। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ যখন উত্তপ্ত, তখন জামায়াতের এই অবস্থান আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *