তারুণ্যের সমাবেশ দিয়ে ফের মাঠে সক্রিয় হচ্ছে বিএনপির তিন সংগঠন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠে সক্রিয় হচ্ছে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল (Jatiyatabadi Jubo Dal), স্বেচ্ছাসেবক দল (Swecchasebak Dal) ও ছাত্রদল (Chhatra Dal)। তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে এবং দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশের আয়োজন করতে যাচ্ছে।

সংগঠনগুলোর যৌথ পরিকল্পনা অনুযায়ী, দুটি বিভাগ মিলে একটি সমাবেশ হবে এবং ঈদুল আজহার আগেই এসব কর্মসূচি শেষ করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে এই সমাবেশমালা। চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে শেষ হবে ঢাকায়—এমনটাই ভাবা হচ্ছে।

আজ সোমবার, বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। সমাবেশগুলোতে তরুণ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জোরালো করতে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে সংগঠনগুলো।

বিএনপি দাবি করছে, আওয়ামী লীগ (Awami League) সরকারের আমলে বিগত তিনটি জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। দলটির অবস্থান হলো, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত।

এর আগে ২০২৩ সালে, নতুন ভোটারদের আকৃষ্ট করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের ছয়টি বড় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল। সেই বছর ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং সর্বশেষ ২২ জুলাই ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ঢাকার সমাবেশটি ছিল সরকারবিরোধী আন্দোলনের অংশ, যেখানে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল। এবারের তারুণ্যের সমাবেশে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও পরিকল্পিতভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির এই তিন সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *