“বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না”—এই প্রতিজ্ঞা নিয়ে টানা ১১ বছর ধরে ভাত না খাওয়া ঝিনাইদহের নিজাম উদ্দিন এখন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তার অবস্থা জেনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) নিজাম উদ্দিনের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষোভ থেকে এই সিদ্ধান্তে অটল ছিলেন। ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই অপমানের প্রতিবাদেই নিজাম উদ্দিন ঘোষণা দেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় না ফেরা পর্যন্ত তিনি ভাত স্পর্শ করবেন না।
বিএনপির মিডিয়া সেলের তথ্যানুযায়ী, দীর্ঘদিন ভাত না খেয়ে থাকা ও অতিরিক্ত ধূমপানের কারণে বর্তমানে নিজাম উদ্দিন শারীরিকভাবে চরম দুর্বল হয়ে পড়েছেন। চিকিৎসকদের ধারণা, তার ক্যান্সার হয়ে থাকতে পারে। ইতোমধ্যে কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আগামী সাতদিন পর রিপোর্ট পাওয়ার পর তার রোগ নির্ণয় সম্ভব হবে।
বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিনকে দেখতে আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে যাবেন।
নিজাম উদ্দিনের মতো একজন সাধারণ মানুষের দীর্ঘ রাজনৈতিক আত্মত্যাগ এবং বর্তমান শারীরিক দুরবস্থা বিএনপির নেতাদের চোখে আনা আরও এক মানবিক অনুস্মারক হয়ে উঠেছে।