রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে হাইকোর্টে শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)-এর জামিনের বিষয়ে জারি হওয়া রুলের শুনানি আজ হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে বুধবার (৩০ এপ্রিল) শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

গত ২৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ এক সপ্তাহ সময় চাওয়ায় হাইকোর্ট শুনানি স্থগিত করে আজকের দিন ধার্য করেছিল। আদালতে ওইদিন চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান (Asaduzzaman), ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুল বাসেত এবং ফরিদ উদ্দিন খান।

মামলার ধারাবাহিকতায়, চিন্ময় দাস জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন, যার প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি আদালত রুল জারি করে জানতে চায়— কেন তাকে জামিন দেওয়া হবে না। এরপর বিষয়টি গত ১৯ মার্চের কার্যতালিকায় উঠে আসে এবং সেদিনও আদালত শুনানির জন্য সময় নির্ধারণ করে। আজকের শুনানি সেই ধারাবাহিকতার অংশ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান জানিয়েছেন, “রুলের শুনানি কার্যতালিকায় ওঠে। রাষ্ট্রপক্ষ হালনাগাদ তথ্য দিতে এক সপ্তাহ সময় চেয়েছিল, যা আদালত মঞ্জুর করেন। আজ (৩০ এপ্রিল) রুলের ওপর শুনানি হবে।”

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, “রাষ্ট্রপক্ষ তদন্ত অগ্রগতির তথ্য দিতে সময় নিয়েছে। কিন্তু চিন্ময় দাস গুরুতর অসুস্থ। সেই কারণে আমরা জামিনের আবেদন করেছি। আদালত আজ শুনানির দিন রেখেছেন।”

রাষ্ট্রদ্রোহ মামলার মতো স্পর্শকাতর বিষয়ে জামিনের প্রশ্নটি এখন বিচারাধীন। আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *