রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmoy Krishna Das Brahmachari)-এর জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ (Arshadur Rauf), অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদউদ্দিন খান (Farid Uddin Khan)। শুনানি শেষে ফরিদউদ্দিন খান জানান, হাইকোর্ট থেকে চিন্ময়ের জামিন মঞ্জুরের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন করে। চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছে এবং ‘লিভ টু আপিল’ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে।

এর আগে বিচারপতি মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময়কে জামিন দেন। উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানার কোতোয়ালি এলাকায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন বিএনপির মোহরা ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফিরোজ খান। মামলায় চিন্ময়সহ ১৯ জনকে আসামি করা হয় এবং বেশ কয়েকজনকে পরে গ্রেপ্তার করা হয়।

চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হট্টগোল শুরু করলে ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম (Saiful Islam) হামলার শিকার হয়ে নিহত হন। ওই ঘটনায় দুই ডজনেরও বেশি অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চলতি বছরের ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করে তার আইনজীবী দল। ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কেন চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারি করে। সেই রুল নিষ্পত্তির পর হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হলেও, এখন আপিল বিভাগের আদেশে তা স্থগিত রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *