সাবেক সামরিক সচিব এবং ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী (Salah Uddin Miahji) অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে ছাড়া পান।
কারাগারের জেলার মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালাহ উদ্দিন মিয়াজীর জামিন মঞ্জুর করলে তাকে মুক্তি দেওয়া হয়। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মশিয়ূর রহমান বলেন, বয়সজনিত কারণে এবং সরকারি হাসপাতাল থেকে সরবরাহকৃত অসুস্থতার সনদ বিবেচনায় সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী জামিন দেন।
তিনি আরও বলেন, “সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে দেশের কোনও থানায় মামলা নেই। এমনকি দুই মাসেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকলেও তার বিরুদ্ধে পুলিশ বা নির্বাচনী এলাকার কেউ মামলা করেনি।”
গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে রাতেই তাকে বিশেষ নিরাপত্তায় হস্তান্তর করা হয় ঝিনাইদহ থানা পুলিশ। অভিযোগ ছিল, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় তিনি সন্দেহভাজন। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদও করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সালাহ উদ্দিন মিয়াজী ঝিনাইদহ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মামলার প্রকৃত ভিত্তি এবং তার রাজনৈতিক পরিচিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও, জামিনে মুক্তির মধ্য দিয়ে আপাতত আইনি জটিলতা থেকে মুক্ত হলেন সাবেক এই সেনা কর্মকর্তা ও সংসদ সদস্য।