চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস (Chinmoy Das)–কে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
এ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কোতোয়ালি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তারের জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। শুনানির পর আদালত এই আবেদন মঞ্জুর করে। তিনি আরও জানান, শুধু হত্যার অভিযোগই নয়, পুলিশের কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগেও তিনটি পৃথক মামলায় চিন্ময় দাসের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। এসব মামলার ভার্চ্যুয়াল শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মফিজ উদ্দিন।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান (Firoz Khan) কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই মামলার ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর রাজধানী ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন নতুন করে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডসহ আরও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে।