বনানীতে কোকোর কবর জিয়ারতে ডা. জুবাইদা রহমান, পাশে ছিলেন স্ত্রী শর্মিলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও রাজনীতিতে আলোচিত মুখ ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman) বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এ সময় তার পাশে ছিলেন।

শনিবার, ১০ মে সকালে বনানী কবরস্থানে যান ডা. জুবাইদা রহমান। সেখানে প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-র কনিষ্ঠ পুত্র কোকোর কবরের সামনে কোরআন তিলাওয়াত ও মোনাজাতে অংশ নেন তিনি। আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় এ জিয়ারত।

ডা. জুবাইদা রহমানের ঢাকায় অবস্থানকালে নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা ইউনিট সিএসএফ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম (AKM Shamsul Islam)। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই চলমান রয়েছে এই ব্যবস্থাপনা।

এদিন বনানী কবরস্থানে আরও উপস্থিত ছিলেন বিএনপি (BNP) ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (Ziaur Rahman Foundation) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। শৈশবে বাবার কর্মস্থল চট্টগ্রামে থাকলেও পড়াশোনা করেছেন ঢাকার বিএএফ শাহীন কলেজে। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান ও দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *