তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার থেকে স্পষ্ট বার্তা চায় বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) এর দেশে প্রত্যাবর্তনে কোনো আইনগত বাধা নেই—এমন নিশ্চয়তা সরকার থেকে পেতে চায় দলটি। শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (Goyeshwar Chandra Roy) এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, “তারেক রহমানের দেশে ফেরা নিরাপত্তার বিষয় নয়, বরং এর পেছনের মূল কারণ জাতির জানা দরকার।” তিনি অভিযোগ করেন, যিনি বিদেশে থেকেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও ভোটাধিকারের জন্য লড়াই করেছেন, তাঁর দেশে ফেরায় কোনো বাধা থাকার কথা নয়। জনগণ জানতে চায়, তাঁর প্রত্যাবর্তনে কী সমস্যা রয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণই আইনের শাসনের মাধ্যমে ঠিক করবে কোন দল গ্রহণযোগ্য, আর কোন দল অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে, কাল তারা বিএনপিকেও নিষিদ্ধ করতে চাইতে পারে। তাঁর মতে, আওয়ামী লীগ যদি গণতন্ত্র ও দেশের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তবে জনগণ নিজেরাই তাদের প্রত্যাখ্যান করবে।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে গয়েশ্বর উল্লেখ করেন, দলটি নিষিদ্ধ হলেও সরকার তাদের গুরুত্ব দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, জামায়াত নিষিদ্ধ হলেও কেন সরকার তাদের বিষয়ে নমনীয় আচরণ করছে?

সরকারের অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করে গয়েশ্বর বলেন, আজকের অন্তর্বর্তীকালীন সরকার আসলে অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে—যারা এক সময় দেশে ১/১১ এনেছিল।

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ (Abdul Hamid) এর দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গয়েশ্বর বলেন, “একজন সাবেক প্রেসিডেন্ট বিদেশ যাচ্ছেন অথচ সরকারের জানা নেই—এটা বিশ্বাসযোগ্য নয়। সরকারের অনুমতি ছাড়া তাঁর বিদেশ যাত্রা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, দেশে কয়টা সরকার চলছে?”

গয়েশ্বর আরাকান ইস্যু নিয়েও সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “জনগণ আরাকান ইস্যুতে ক্ষোভে ফুসছে, অথচ সরকার নিরব ভূমিকা পালন করছে। একবারও স্পষ্ট করে বলছে না তারা কী করছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *