‘সবার আগে বাংলাদেশ’ নীতি প্রতিষ্ঠা করতে হবে : সালাহউদ্দিন আহমেদ

‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা একটি রাজনৈতিক মহাকাব্য, যেখানে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বাস্তব সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।” শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারের শিরোনাম ছিল ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’। আয়োজন করে বিএনপির অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, “দলের প্রতিটি নেতা-কর্মী এবং তরুণই হচ্ছে ৩১ দফার অ্যাম্বাসেডর। আমাদের ভাবনাগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার, একদলীয় শাসনের, বাকশালের। শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্রীয় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।”

তিনি অভিযোগ করেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের নামে প্রবঞ্চনার মাধ্যমে দেশে একটি অবৈধ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে, যেখানে রাষ্ট্রের অভিভাবকত্বের নামে দুর্নীতি ও নিপীড়নের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “জনতার রক্তের যে প্রত্যাশা, তা উপেক্ষা করে নয়, বরং সেই আকাঙ্ক্ষাকে উর্ধ্বে তুলে ধরেই আমাদের ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ডিডব্লিউ একাডেমির প্রভাষক ড. মারুফ মল্লিক, বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, চিন্তক রেজাউল করিম রনি, অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার, শিখো’র প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী এবং ড. তৌফিক জোয়ার্দার প্রমুখ।

বক্তারা কর্মসংস্থান বিষয়ে বলেন, “যুবদের নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু মাতৃভাষায় নয়, আরও ২-৩টি বিদেশি ভাষা শিখতে হবে। প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা বাড়াতে হবে এবং ইন্টারনেট ব্যয় কমানো জরুরি।”

কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউজ ময়দানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সমাবেশটি শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে হওয়ার কথা থাকলেও, নাগরিক দুর্ভোগ এড়াতে স্থান পরিবর্তন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *