ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন (Ishraque Hossain)-কে শপথ নিতে বাধা দিতে এবার হাইকোর্টে রিট আবেদন গৃহীত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে।
এ রিটটি দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক বাসিন্দা, মো. মামুনুর রশিদ। রিটে দাবি করা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন। একইসঙ্গে তাকে মেয়র ঘোষণাকারী প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এই রিট এমন এক সময়ে দায়ের করা হলো, যখন রাজধানীতে ইশরাকের সমর্থকরা টানা ছয়দিন ধরে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের একমাত্র দাবি—নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে গেজেট প্রকাশিত হওয়া সত্ত্বেও কেন ইশরাককে এখনো শপথ নিতে দেওয়া হচ্ছে না, তার ব্যাখ্যা এবং দ্রুত শপথ অনুষ্ঠানের দিন নির্ধারণ।
প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলে নূর তাপস বিজয়ী হন। কিন্তু ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৭ মার্চ আদালত ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়।
এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (Election Commission) গেজেট প্রকাশ করে ইশরাককে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু এখন সেই গেজেট বাস্তবায়ন অর্থাৎ শপথ অনুষ্ঠান ঠেকাতে নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছে।
ইশরাকপন্থীদের মতে, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র, যার মাধ্যমে জনগণের রায়ের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে। আদালতের নির্দেশে গেজেট প্রকাশের পরও যদি শপথে বাধা আসে, তাহলে গণতন্ত্র ও আইন শৃঙ্খলার ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে।
তবে আজকের শুনানির দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক অঙ্গন। আদালতের রায়ই এখন নির্ধারণ করবে, ইশরাক হোসেন মেয়রের চেয়ারে কবে বসতে পারবেন, নাকি আইনি লড়াই আরও দীর্ঘায়িত হবে।