“ভাষার শালীনতা রক্ষা করুন”—আন্দোলনকারীদের প্রতি ইশরাক হোসেনের জরুরি বার্তা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেন (Ishraque Hossain)–কে শপথ পাঠ করানোর দাবিতে টানা ছয় দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। তার সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির (BNP) বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

এই আন্দোলনের মাঝে, মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আন্দোলনকারীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইশরাক। সেখানে তিনি স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন—বিক্ষোভ চলাকালীন অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেন অসম্মান না করা হয়।

ফেসবুক বার্তায় ইশরাক লেখেন, “আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভই থাকুক, আমরা যেন ভাষাগত শিষ্টাচার বজায় রেখে সমালোচনা করি। কোনোভাবেই যেন অসম্মানজনক আচরণ না হয়।”

তিনি আরও লেখেন, “অনেক কিছু দেখে ফেলেছি আমরা। দেশটাকে আর পেছনের দিকে নিতে চাই না। আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চয়ই মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেব। ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ আদায়ের জন্য আমরা লড়াই করব। কিন্তু সেই লড়াই হবে ভাষা ও ব্যবহারে শালীন থেকে—যাতে শত্রুও কিছু বলার সাহস না পায়।”

উল্লেখ্য, আন্দোলনের ষষ্ঠ দিনে সোমবার নগর ভবনের সামনে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন ইশরাকের সমর্থকরা। সেখানে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়। এমনকি বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকা দাহ করেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

নেতার এই বার্তার মাধ্যমে আন্দোলন যেন আরও সুসংগঠিত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য হয়, এমনটাই প্রত্যাশা করছেন তার সমর্থকরা। ইশরাকের বক্তব্যে স্পষ্ট, তিনি কেবল রাজনৈতিক লক্ষ্য নয়, নীতিগত শুদ্ধতাকেও গুরুত্ব দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *