নারী নির্যাতনের অভিযোগে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)–কে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
মামলার তথ্য অনুযায়ী, ইডেন কলেজের এক শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে (মামলা নং ৩২) নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অভিযোগে বলা হয়, তাকে অপহরণ করে জিম্মি করে রাখা হয়েছিল এবং বিয়ের আশ্বাসে সাত মাস ধরে ধারাবাহিকভাবে ধর্ষণ করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী বর্তমানে চিকিৎসা ও সহায়তার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) অবস্থান করছেন। মামলার পরিপ্রেক্ষিতে নোবেলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মাহমুদুর রহমান।
উল্লেখ্য, এটিই প্রথম নয়। ২০২৩ সালেও এক প্রতারণা মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ (DB Police)। সে সময়ও তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল।
বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা নোবেলের বিরুদ্ধে এবার অভিযোগ আরও গুরুতর। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নতুন করে সামনে আসতে পারে আরও তথ্য।