বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) অবশেষে নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ডেমরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (২০ মে) গভীর রাতে। রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়িতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া নারী নির্যাতনের মামলাটি এসেছে ইডেন কলেজের এক ছাত্রীর পক্ষ থেকে। অভিযোগে বলা হয়, নোবেল ওই নারী শিক্ষার্থীকে তার বাসায় সাত মাস ধরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মেয়েটিকে উদ্ধার করার পর তার দেওয়া জবানবন্দি থেকেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী, নোবেলের বাসায় আটকে রেখে নিয়মিতভাবে তাকে নির্যাতন করা হতো।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেপ্তারের পর নোবেলকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে চিকিৎসাধীন রয়েছেন।
সংগীতশিল্পী নোবেল এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নানা মন্তব্য ও আচরণের জন্য। তবে এবারের ঘটনা তার ক্যারিয়ারে সবচেয়ে গুরুতর এবং আইনি জটিলতার মুখে ফেলে দিয়েছে তাকে।