‘বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল এখন দেশে নেই’: ফুয়াদ

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে স্পষ্ট ও জোরালো বক্তব্য রেখেছেন এবি পার্টি (AB Party)-র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (Asaduzzaman Fuad)। একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “বিএনপি ছাড়া দেশে ক্ষমতায় যাওয়ার মতো আর কোনো দল নেই।” তার এই বক্তব্যে উঠে এসেছে বিএনপির নির্বাচনী অতীত, বর্তমান রাজনৈতিক বিভাজন, এবং বহির্বিশ্বের প্রভাব-তত্ত্ব নিয়ে তীব্র সমালোচনা।

ফুয়াদ বলেন, বিএনপি’র মধ্যে ‘ওয়ান ইলেভেন’ পরবর্তী সময়ের একটি ট্রমা এখনও সক্রিয়। তিনি ব্যাখ্যা করেন, ২০০১ সালের পর থেকে বিএনপি আর কোনো ‘ভালো’ নির্বাচন পায়নি। ১৯৯১ সালের পর থেকে যদি ক্ষমতা হস্তান্তরের ধারাবাহিকতা বিবেচনায় নেওয়া হয়, তাহলে বিএনপির আরও দুইবার ক্ষমতায় আসার সুযোগ ছিল বলে দাবি করেন তিনি। “এই বাস্তবতায় বিএনপির মধ্যে ট্রমা কাজ করাটা অযৌক্তিক না; বরং সেটাই স্বাভাবিক,” বলেন ফুয়াদ।

এবং এখানেই থেমে যাননি ফুয়াদ। বাংলাদেশের ভেতরে একটি ‘প্রক্সি ওয়ার’ শুরু করার চেষ্টার অভিযোগ তোলেন তিনি, যার পেছনে তিনি দায়ী করেন তথাকথিত ‘ইউনুস সরকার’-কে। তিনি বলেন, “মানবিক করিডরের নামে বাংলাদেশকে একটা ব্যাটলফিল্ড বানানোর চেষ্টা চলছে। নির্বাচন পিছিয়ে জুনের পর নিয়ে যাওয়ার যে প্রস্তাব, সেটা আসলে একটা ভারতীয় বয়ান। এটা একটা ইন্ডিয়ান ডিসকোর্স।”

ফুয়াদ দাবি করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতীয় মিডিয়া—বিশেষত সুবীর ভৌমিক ও চন্দন নন্দীর মতো নির্দিষ্ট সাংবাদিকদের মাধ্যমে—বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পিত গল্প চালানো হচ্ছে। “এই হ্যাজিমনিক রাইটারসরা এমন এক ন্যারেটিভ ছড়াতে চাইছে, যা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিকে অন্য রকম রূপ দিতে পারে,” তিনি বলেন।

এ প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের কথাও তোলেন ফুয়াদ। তার ভাষায়, “একজন মার্কিন নাগরিকের কাছে সশস্ত্র বাহিনী রিপোর্ট করতে অস্বীকার করছে, এটাও একটা ইঙ্গিত—এই সব বক্তব্য দিয়ে দেশের নেতাদের ফাঁদে ফেলা হচ্ছে।”

তবে তার মূল বার্তা ছিল বিএনপির নির্বাচনসংক্রান্ত মনস্তত্ত্ব ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে। তিনি বলেন, “বিএনপির ইলেক্টোরাল ট্রমাটা রিয়েল, জেনুইন। এটা আমাদের স্বীকার করতেই হবে।”

আলোচনার শেষ পর্যায়ে উপস্থাপক প্রশ্ন তোলেন—এটি কি বিএনপির লাগাতার আন্দোলনের কারণ? জবাবে ফুয়াদ ফের নিজের অবস্থান স্পষ্ট করেন, “ধৈর্য আশা করছি। কারণ, বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল এখন দেশে নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *