চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের আঁধারে এক বাড়িতে চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন ছাত্রলীগের নিষিদ্ধ নেতা নাহিদ। তিনি গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। শনিবার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের মিজানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

নাহিদ (১৯), গোমস্তাপুরের চাইপাড়া গ্রামের বাসিন্দা এবং জিয়া ডাক্তারের ছেলে। স্থানীয়রা জানান, রাত গভীর হলে নাহিদ মিজানের বাড়িতে ঢুকে মোবাইল ও টাকা চুরি করার চেষ্টা করেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তার কাছ থেকে একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চুরি করতে গিয়ে ধরা পড়া নাহিদকে সকালেই আটক করে থানায় আনা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন (Rois Uddin) জানান, “জনতার সহায়তায় আমরা ওই যুবককে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রসঙ্গত, নাহিদ ছাত্রলীগের গোমস্তাপুর ইউনিয়নের নিষিদ্ধ কমিটির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। স্থানীয়দের অনেকে প্রশ্ন তুলছেন, এমন একজন যুবক কীভাবে রাজনৈতিক দলের পদে ছিলেন এবং তার বিরুদ্ধে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন—এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *