পাঁচ সচিবসহ ছয় শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রশাসনে নতুন করে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে পাঁচজন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration) থেকে একাধিক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (Bangladesh Employees Welfare Board)-এর মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (National Academy for Planning and Development)-র মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ড (Land Appeal Board)-এর চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (Bangladesh Public Administration Training Centre)-র রেক্টর মো. সহিদ উল্যাহ এবং ওএসডি হিসেবে থাকা সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (Bangladesh Sugar and Food Industries Corporation)-এর চেয়ারম্যান গ্রেড-১ কর্মকর্তা লিপিকা ভদ্র।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের প্রত্যেকেরই সরকারি চাকরিতে ২৫ বছরের বেশি সময় পূর্ণ হয়েছে। জনস্বার্থে এই অবসর বাধ্যতামূলক বলে বিবেচিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন।

বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনে নিয়ন্ত্রণ ও গতিশীলতা আনার লক্ষ্যেই এই ধরনের হস্তক্ষেপ দেখা যাচ্ছে। এর আগেও কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আবারও চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন করে এমন সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে সতর্ক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে, প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা রক্ষায় সরকার এখন আগের চেয়ে বেশি সক্রিয় এবং কঠোর মনোভাব গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *