ভোটাধিকার হরণের মামলা: ভুলবশত বাদ পরা সাবেক ইসি রাশেদার নাম যুক্ত করতে বিএনপির আবেদন

বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকার অভিযোগ এনে এবার সাবেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা-র নামেও মামলা অন্তর্ভুক্ত করল বিএনপি (BNP)। আজ মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগর থানা-য় এ সংক্রান্ত একটি আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মামলা, গুম, খুন এবং তথ্য সংরক্ষণ বিষয়ক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান।

থানায় জমা দেওয়া আবেদনে সালাহ উদ্দিন খান উল্লেখ করেন, “২২ জুন একটি অভিযোগ দাখিল করি, যেটি মামলায় রূপ নেয় (মামলা নম্বর ১১)। সেখানে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ‘ডামি নির্বাচন’ আয়োজনের দায়ে সাবেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানাও একই অপরাধে অভিযুক্ত হন।”

তবে তিনি জানান, “কম্পিউটার টাইপ করার সময় ভুলক্রমে রাশেদা সুলতানার নাম বাদ পড়ে যায়। ফলে এখন তাঁকে ২৫ নম্বর আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।” সেইসঙ্গে আদালতকে বিষয়টি অবহিত করতেও থানাকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুন (রোববার) বিএনপি বিতর্কিত তিনটি সংসদ নির্বাচন—দশম, একাদশ ও দ্বাদশ—নিয়ে একটি বিস্তৃত মামলা দায়ের করে। ওই মামলায় তৎকালীন তিনজন প্রধান নির্বাচন কমিশনার, ১০ জন কমিশনার, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২১ জনের নাম উল্লেখ করা হয়, যাদের বিরুদ্ধে ‘নির্বাচন প্রহসনের মাধ্যমে ফৌজদারি অপরাধ’ করার অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগে বলা হয়, এসব নির্বাচন সংবিধানিক দায়বদ্ধতা উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে জনগণকে ভয়ভীতি দেখিয়ে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে।

সালাহ উদ্দিন খান বলেন, “বিএনপি দায়িত্বশীলভাবে এসব অনিয়ম ও অপরাধের দলিল রূপে মামলা দায়ের করছে। যারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তারা অবশ্যই জবাবদিহির আওতায় আসবে।”

এদিকে শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা জানান, নতুন নাম যুক্ত করার আবেদনের বিষয়টি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ঊর্ধ্বতন মহলের অনুমতির পর তা মামলার সঙ্গে যুক্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *