শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি শুরু

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiyatabadi Chhatra Dal – JCD)। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র ও জনতার আন্দোলনের ইতিহাসকে সম্মান জানানোর পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

সোমবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে জাতীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নেতারা এবং বিএনপির (Bangladesh Nationalist Party – BNP) কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শহীদদের স্মরণ ও ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ কর্মসূচি।”

তাদের ভাষায়, গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলো কেবল ইতিহাসের স্মৃতিচারণ নয়, বরং বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। সেই লড়াইয়ের ধারাবাহিকতা তুলে ধরতেই আলোকসজ্জিত এই প্রতীকী কর্মসূচির আয়োজন।

ছাত্রদল মনে করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি ধাপেই ছাত্রসমাজ ছিল সবচেয়ে অগ্রভাগে। সেই ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলতেই এই স্মরণ ও কর্মসূচির আয়োজন। আয়োজন শুধু স্মৃতিচারণেই সীমাবদ্ধ নয়, বরং এ এক আহ্বান—নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাওয়ার।

আগামী এক মাসব্যাপী এই কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা, স্মরণসভা এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *