‘জুলাই শুধু বিপ্লবের না, হান্নান মাসউদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস : নির্ঝর

জুলাই মাসকে ঘিরে নতুন এক ব্যঙ্গাত্মক মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর (Jawad Nirjhor)। তার দাবি, এই মাসটি শুধু বিপ্লবের নয়, বরং এটি হয়ে উঠেছে কিছু ‘ধান্দাবাজের’ ভাগ্য বদলের সময়ও। সরাসরি ইঙ্গিত করে তিনি বলেছেন, এনসিপি নেতা হান্নান মাসউদ (Hannan Masud)-এর মতো লোকজন আজ বিলাসী জীবন যাপন করছেন—যেখানে এক সময় তিন বেলা ভাত খাওয়ার সামর্থ্যও ছিল না।

নিজের ফেসবুক পেজে হান্নান মাসউদের একটি ছবি শেয়ার করে নির্ঝর লেখেন, “কয়দিন আগেও তিন বেলা খেতে পারত না সেই হান্নান, এখন পরে ব্র্যান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি!” তিনি হান্নানের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখতে বলেন—যেখানে পাঞ্জাবির বাহার দেখে ‘বিলাসিতা’ শব্দটিই উঠে আসে।

নির্ঝরের ভাষায়, হান্নান মাসউদের কোনো বৈধ পেশা নেই, অথচ তিনি আজ দামি মোবাইল, দামি গাড়ি ব্যবহার করছেন। আছে ঢাকায় ঝাঁ-চকচকে অফিস। এমনকি গ্রামের ভাঙা ঘরের পাশে উঠছে একতলা দালান। এ প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে লেখেন, “এই হান্নান মাসউদই এখন আমাদের জুলাই আন্দোলনের নেতা, স্বঘোষিত বন্দরবন্ধু, মংলাবন্ধু!”

তিনি আরও দাবি করেন, বছরখানেক আগেও হান্নান মাসউদের পরিবার তিন বেলার খাবার জোগাড় করতেও হিমশিম খেত। অথচ আজ তার ফ্যাশন চর্চা আর ব্র্যান্ড সচেতনতা দেখে বিস্মিত অনেকেই।

নির্ঝর তার বক্তব্যে শেষ পর্যন্ত মন্তব্য করেন, “জুলাই শুধু বিপ্লবের না। হান্নান মাসউদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস।”

সামাজিক মাধ্যমে এই পোস্ট ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ নির্ঝরের বক্তব্যকে সাহসী বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন, এটি ব্যক্তি আক্রমণ এবং রাজনৈতিক ঈর্ষার বহিঃপ্রকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *