বিএনপি থেকে মনোনয়ন চান উপদেষ্টার ভাই হেমায়েত সোহরাব

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি (BNP) থেকে মনোনয়ন চান দলটির সাবেক ছাত্রনেতা হেমায়েত হোসেন সোহরাব। শনিবার (৫ জুলাই) হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ইচ্ছার কথা জানান।

সোহরাব জানান, ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং পরবর্তী সময়ে পল্লবী থানা বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন (M Sakhawat Hossain) এর ভাই।

সভায় তিনি বলেন, “একটি অঞ্চলকে এগিয়ে নিতে হলে দরকার দেশপ্রেম। আমি চেষ্টা করছি আল্লাহভীরুতা ও সুন্নতের অনুসরণে জনগণকে ন্যায়ের পথে উজ্জীবিত করতে। পাশাপাশি উন্নয়নের সুষম বণ্টন, সুশাসন এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যেতে চাই।”

সোহরাব দাবি করেন, তাঁর সুপারিশে ইতোমধ্যে হিজলা ও মেহেন্দিগঞ্জে বেশ কিছু প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে ঘোষেরচরে শহীদ রিয়াজের নামে লঞ্চ টার্মিনাল নির্মাণ, মৌলভীরহাটসংলগ্ন মেঘনা নদী খনন ও টার্মিনাল এবং মেহেন্দিগঞ্জের সুলতানি খালে ৯ কোটি টাকার ভাঙনরোধ প্রকল্প।

কৃষি ও কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কৃষিপণ্যের সঠিক উৎপাদন এবং কারিগরি শিক্ষার বিস্তারে আমি অগ্রাধিকার দিচ্ছি, যাতে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে।”

রাজনৈতিক পরিচয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আমার রাজনৈতিক পথচলা শুরু। এরপর কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক (১৯৮২-৮৫), কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাহিত্য সম্পাদক (১৯৮৬-৯০), এবং সর্বশেষ পল্লবী থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি (২০২০-২৪)।”

মনোনয়ন পাওয়া নিয়ে আশাবাদের প্রশ্নে তিনি বলেন, “সবার কর্মপরিচয় এখন তারেক রহমান (Tarique Rahman) ভাইয়ের টেবিলে। আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দেবে। যদি সংসদ সদস্য হতে পারি, তাহলে এ অবহেলিত জনপথকে উন্নয়নের মাধ্যমে রোল মডেল উপজেলায় রূপান্তর করব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *