ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে কথিত হুমকি, নাটোরে যুবক গ্রেফতার

একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম খোরশেদ আলম (৪০), যিনি উপজেলার আগ্রান গ্রামের বাসিন্দা। অভিযোগ, তিনি জাতীয় নাগরিক পার্টি (NCP – National Citizens’ Party)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে ‘হুমকি’ দিয়েছেন।

তবে এই গ্রেফতার নিয়ে উঠেছে বিতর্ক—একটি সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য কি আদৌ গ্রেফতারের পর্যায়ে পড়ার মতো অপরাধ? নাকি এটি মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া?

ফেসবুক পোস্ট এবং দ্রুত গ্রেফতার
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এনসিপির চলমান জুলাই পদযাত্রার অংশ হিসেবে বড়াইগ্রামের বনপাড়ায় একটি পথসভা আয়োজনের ঘোষণা দেয় দলটি। এ উপলক্ষে প্রচারণাও শুরু হয়। তখন ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়:
‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি।’

এই পোস্টটি দেখে এনসিপি নেতারা বিষয়টি গুরুত্ব দিয়ে নেয় এবং পুলিশকে অবহিত করে। পরদিন রাতেই খোরশেদ আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।”

অপরাধ, নাকি মতপ্রকাশের সীমা?
ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন—একটি বিতর্কিত মন্তব্য বা ব্যঙ্গাত্মক পোস্টকে ‘হুমকি’ হিসেবে চিহ্নিত করে একজন নাগরিককে রাতারাতি গ্রেফতার করা কতটা যৌক্তিক? মন্তব্যটি আপত্তিকর বা উসকানিমূলক হলেও, সেটি কি আদৌ শারীরিক হুমকি হিসেবে গণ্য করার মতো ছিল?

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপমানজনক বা ব্যঙ্গাত্মক মন্তব্য যদি তাৎক্ষণিক গ্রেফতারের কারণ হয়, তাহলে মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।

সামাজিক মাধ্যমের শক্তি যেমন অপরিসীম, তেমনি এর ব্যবহারে দায়িত্বশীলতাও জরুরি। তবে তা বলে, একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে অপরাধ প্রমাণের আগেই কাউকে আটক করা কি রাষ্ট্রীয় শক্তির অতি ব্যবহার নয়?

এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে—আমরা কিভাবে ডিজিটাল আচরণ, মতপ্রকাশ এবং রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *