বসুন্ধরা গ্রুপকে ‘মাফিয়া’ আখ্যা নাহিদের, বিচার দাবি এনসিপির

নাহিদ ইসলাম (Nahid Islam), আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বলেছেন, “মাফিয়া বসুন্ধরা গ্রুপ দেশের মানুষের টাকা লুট করেছে।” তিনি এই গোষ্ঠীর বিচার চেয়ে দাবি করেন, জনগণ এই ‘লুটেরা মাফিয়াদের’ প্রত্যাখ্যান করেছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপান’ পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, “জুলাই আন্দোলনের যে পরিবর্তনের কথা ছিল, তা বাস্তবে হয়নি, কিন্তু এই প্রজন্ম ভয়ের সংস্কৃতি ভেঙে দিয়েছে। আমরা জীবন ঝুঁকিতে ফেলে মাঠে ছিলাম, পুলিশের গুলির সামনে থেকেও পিছু হটিনি।” তাঁর অভিযোগ, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়া দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জনগণের কণ্ঠরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি সরাসরি বলেন, “এই মাফিয়া লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা আয়না ঘরে মানুষ নির্যাতন করেছে, হত্যা করেছে—তাদের বিচার প্রয়োজন।”

নাহিদ ইসলাম আরও দাবি করেন, ৫ আগস্টের পূর্বে প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। “এখন সময় নিরপেক্ষভাবে কাজ করার। আমরা বিচার, সংস্কার ও সংবিধান পরিবর্তনের কথা বলেছি। এই সংবিধান দিয়ে দেশ চালানো যাচ্ছে না। একটি নতুন সংবিধান লাগবে—যাতে রাষ্ট্র স্বৈরাচারের হাতে না যায়।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ (Awami League)” ‘মুজিববাদ’ নাম দিয়ে রাষ্ট্র, সমাজ ও সংবিধানকে কলঙ্কিত করেছে। “তারা আমাদের ঐতিহ্যবাহী শিল্পকে ধ্বংস করেছে, বিশেষ করে সিরাজগঞ্জের তাঁত ও বস্ত্রশিল্পকে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গঠনের, আর সেই লড়াইয়ে সিরাজগঞ্জবাসী পথ দেখাবে।”

তিনি আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ গড়তে এনসিপির প্রতি আস্থা রাখুন। “সিরাজগঞ্জের ঐতিহ্য বিশ্বদরবারে পৌঁছে দিতে হবে।”

এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বক্তৃতা শেষে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *