শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই গণহত্যায় শুধু শেখ হাসিনা নয়, ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছে, এমনকি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি জনগণের স্বর্থেই নির্বাচন চায়। যারা নির্বাচন পেছাতে চায় তাদের আরো ভেবে দেখার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (৯ জুলাই) সকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে দেখতে আগারগাও নিউরোসাইন্স হাসপাতালে যান মির্জা ফখরুল। পরে সেখানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়। ফেব্রুয়ানিতে যারা নির্বাচন চায় না, তাদের আরো ভেবে দেখা উচিত।

তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, তাই বিএনপিও চায়। আর গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করে আসছে।

পরে জনপ্রিয় সংগীত শিল্পী অসুস্থ ফরিদা পারভিনকে দেখতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *