আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ডিসেম্বরের মধ্যেই দেশের নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) এই তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে যেন কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্য না ঘটে এবং ভোটের পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে—সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য নির্বাচন সামনে রেখে ডিসি, এসপি, ওসি ও ইউএনও পর্যায়ে রদবদলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এসব বদলিকে ‘র্যান্ডম’ বা স্বচ্ছ পদ্ধতিতে করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে।” পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আগাম মাসগুলোতে আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়াও, ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। এ ধরনের বুথের মাধ্যমে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর কৌশল খোঁজা হচ্ছে।
নির্বাচন ঘিরে এতো বড় পরিসরের প্রস্তুতি ও আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং বিশুদ্ধ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এগোচ্ছে।