ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে বিএনপির তারেক রহমান, সহায়তা পেলেন ফুটবলার ঋতুপর্ণার পরিবার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উদীয়মান তারকা, ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ঋতুপর্ণা চাকমার পরিবার এখন দুঃসময়ে। তার মা ভূজোপতি চাকমা মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত। কিন্তু অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসার পথ। এই সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছেন তারেক রহমান (Tarique Rahman)।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সরেজমিনে ঋতুপর্ণার রাঙামাটির কাউখালীর মগাছড়ি গ্রামের বাড়িতে পৌঁছে যান। বুধবার সকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)।

পরিবারের সঙ্গে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে সহানুভূতির বার্তা পৌঁছে দেন রিজভী। একইসঙ্গে ভূজোপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের এই প্রতিনিধি জানান, দলের পক্ষ থেকে ভবিষ্যতেও ঋতুপর্ণা ও তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার থাকবে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

স্থানীয় পর্যায়ে প্রতিনিধি দলে যুক্ত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি-র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতা রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।

ঋতুপর্ণা চাকমার জীবন কাহিনী এখন অনেকের কাছে অনুপ্রেরণা। ২০১৫ সালে ক্যান্সারে বাবাকে হারানো এই তরুণী বাবার স্বপ্ন বুকে ধারণ করেই জাতীয় ফুটবলে জায়গা করে নিয়েছেন। শুধু খেলা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে মিয়ানমারের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে জয় এনে দেন ঋতুপর্ণা। তুর্কমেনিস্তানের বিপক্ষেও গোল করেছেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।

মায়ের জীবন বাঁচাতে এই সহায়তা কিছুটা হলেও আশার আলো জ্বালিয়েছে ঋতুপর্ণা ও তার পরিবারে। এমন এক সাহসী মেয়ের পাশে দেশের মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এগিয়ে আসবেন—এটাই এখন প্রত্যাশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *