পিআর পদ্ধতি চায় তারা, যারা রাজনীতিতে একেবারে এতিম: রিজভী

সংখ্যানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)। তিনি বলেছেন, রাজনীতিতে যারা একেবারেই ‘এতিম’, তারাই এই পদ্ধতির পক্ষে সাফাই গাইছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই আয়োজনে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক কর্মসূচির মূল বক্তব্যে রিজভী বলেন, “বিশ্বজুড়ে এই পদ্ধতি নিয়ে বিস্তর সমালোচনা আছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই পদ্ধতির সঙ্গে পরিচিত না। এটা জনবিচ্ছিন্ন, দলে দলে লোক ঢোকানোর চেষ্টা।”

সংখ্যানুপাতিক পদ্ধতির মূল সমস্যা ব্যাখ্যা করে তিনি বলেন, “আপনার এলাকায় কোন ব্যক্তি আপনার জন্য কাজ করে, আপনি তাকেই ভোট দেবেন। কিন্তু এই পদ্ধতিতে আপনি যাকে চান না, তাকেই দলীয় সিদ্ধান্তে এমপি বানানো হবে। এতে মানুষের মত প্রকাশের জায়গা থাকছে না।” তিনি আরও বলেন, “এ দেশের জনগণ অভ্যস্ত তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিতে। পিআর পদ্ধতি সেই অভ্যাসে বিভ্রান্তি সৃষ্টি করবে।”

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনে রিজভী বলেন, “শেখ হাসিনা (Sheikh Hasina) একতরফা নির্বাচন করে যে আনন্দ পেয়েছেন, সেটা ধরে রাখতেই এখন কিছু মহল ‘সংস্কার’ এর নামে নির্বাচনী সময়সূচি পিছিয়ে দিতে চায়।” কটাক্ষ করে তিনি বলেন, “যখন ভবনই নেই, তখন সংস্কার করবেন কীভাবে? জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংস্কার হয় না।”

তিনি বিএনপির শাসনকাল স্মরণ করিয়ে দিয়ে বলেন, “অনেকে বলে বিএনপির কোনো শাসনকাল নেই, কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু ১৯৮৯ সাল থেকে আমরা দেশ চালিয়েছি। তিন-চার বার আমরা ক্ষমতায় থেকেছি। আমাদের শাসনের মধ্যে ছিল আইনের শাসন, ন্যায়বিচার।”

তিনি দাবি করেন, “এই অভিজ্ঞতা আছে বলেই, যখনই কোনো স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করতে এসেছে, তখনই বিএনপি ছিল রাজপথে—প্রতিবাদী পতাকাবাহী শক্তি হিসেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক (Aminul Haque)। সদস্য সচিব মোস্তফা জামানসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *