বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক উপহারের ধারাবাহিকতায় এবার ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার পাঠানো হয়। ছয় দশক ধরে কূটনৈতিক প্রোটোকল হিসেবে চালু থাকা এই উপহার বিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ সরকার প্রতিবছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জন্য ফলমূল, বিশেষ করে হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠায়।
এ বছর ৬০টি কার্টনে করে মোট ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। কাস্টমস ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে এই আম হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে। রপ্তানিকাজে সহায়তা করেছে ‘কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস’ নামের একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আম পাঠানো হয়।
এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে পাঠায় তাদের বিখ্যাত ও রসালো ‘কুইন’ জাতের আনারস। প্রতিবছর এই উপহার বিনিময় দুই দেশের সম্পর্কের মজবুত ভিত্তি এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হয়।
এই কূটনৈতিক সৌহার্দ্য শুধু ফলমূলের বিনিময়ে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের ইঙ্গিতও বহন করে। আম পাঠানোর এই ঘটনা তারই একটি সদ্যউদাহরণ।