দুর্নীতির দায়ে অভিযুক্ত পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization – WHO)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল (Saima Wazed Putul) অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছেন। শুক্রবার, ১১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus) একটি অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে কর্মীদের নিশ্চিত করেছেন।

দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানোর এই পদক্ষেপের পেছনে দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission – ACC)-এর দায়ের করা দুটি মামলাই মূল কারণ বলে মনে করা হচ্ছে। গত মার্চে তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এরপর থেকে পুতুল কার্যত জনসম্মুখে অনুপস্থিত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তার সফর কার্যক্রমও বন্ধ রয়েছে।

সায়মা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র মেয়ে। চলতি বছরের জানুয়ারিতে তিনি সিয়ারো আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে শুরু থেকেই তার নিয়োগ নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ওই আন্তর্জাতিক পদে বসানো হয়।

WHO প্রধান টেডরস জানান, পুতুলের অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহমে অস্থায়ীভাবে সিয়ারোর দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ জুলাই তিনি নয়াদিল্লিতে সিয়ারো দপ্তরে দায়িত্ব গ্রহণ করবেন।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, পুতুল তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। বিশেষ করে তিনি দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি অনারারি পদে ছিলেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খণ্ডন করেছে।

অভিযোগগুলো বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ধারা (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) ও ৪৭১ ধারা (জাল দলিল ব্যবহার) অনুযায়ী ফৌজদারি অপরাধের আওতায় পড়ে।

এছাড়াও, পুতুল তার নেতৃত্বাধীন এনজিও ‘শুচনা ফাউন্ডেশন’-এর মাধ্যমে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মিতভাবে গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর আগে, গত ১৫ জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যার ফলে তিনি কার্যত বিদেশ সফর থেকেও বিরত রয়েছেন। WHO-র এই সাম্প্রতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন কূটনীতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *