রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) ভোররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া যুবকের নাম সিয়াম সরকার (২২)। তিনি নিজেকে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত একটি গ্রুপের সক্রিয় কর্মী হিসেবে পুলিশের কাছে পরিচয় দিয়েছেন।
শ্যামপুর মডেল থানার পুলিশ জানায়, রাতের আঁধারে গোপন সূত্রে তারা খবর পান, ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকায় একদল যুবক দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছে। অভিযোগে উঠে এসেছে, পুরো পরিকল্পনাটি হয়েছে স্থানীয় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশনায়।
তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় সিয়াম সরকারকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। আরেকজন, রাফসান নামের আরও এক অভিযুক্ত ছাত্রলীগ কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন যে তিনি এবং রাফসান—দুজনেই শ্যামপুর এলাকায় রাজনৈতিক সহিংসতার উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগের পরিকল্পনা করছিলেন।
ঘটনার পর শ্যামপুর মডেল থানায় সিয়াম ও পলাতক রাফসানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পলাতক রাফসানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির বিরুদ্ধে অভিযোগ উঠলেও এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো।
পুলিশ বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে ঘোলা পানি মাছ শিকারের এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থানে আছে।