গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার,সাধারণ মানুষকে গ্রেপ্তার-হয়রানি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ (Gopalganj) জেলায় সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা রবিবার (২০ জুলাই) রাত ৮টা থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে জেলা বিএনপি অভিযোগ করেছে, কোটালীপাড়ায় পুলিশ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি করছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে এবং অপরাধীদের ধরতে অভিযান চলবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party – NCP)-এর সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রাণহানিও ঘটে, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে কারফিউ ও ১৪৪ ধারা জারি করেছিল।

এদিকে কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ তুলে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি (BNP)। উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন অভিযোগ করেন, ১৬ জুলাই ‘পতিত ফ্যাসিস্ট সরকার’-এর কিছু অনুসারী ওয়াবদার হাটে রাস্তা বন্ধ করে নৈরাজ্য সৃষ্টি করে। সেই ঘটনার পর পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১,৫০০ জন অজ্ঞাতকে আসামি করে মামলা দেয়।

তিনি বলেন, “এ মামলার আওতায় ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যানচালক—যাকে রাস্তায় পাচ্ছে, তাকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এ এক ধরনের গণগ্রেপ্তার।”

এস এম মহিউদ্দিন প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এভাবে গ্রেপ্তার চলতে থাকলে কোটালীপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামবে, যাতে প্রশাসন আর এমন দমন-পীড়নের সাহস না পায়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ এবং ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ।

বর্তমানে জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে, এবং পরিস্থিতির আরও অবনতি হলে পুনরায় ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে স্থানীয় রাজনীতি ও প্রশাসনের টানাপোড়েনের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *