আওয়ামী লীগ সুযোগ পেলে ছোবল মারবেই: বিএনপি নেতা অমিতের হুঁশিয়ারি

আওয়ামী লীগ রাজনৈতিক সুযোগ পেলেই প্রতিশোধপরায়ণভাবে আঘাত হানে—এমন মন্তব্য করেছেন অনিন্দ্য ইসলাম অমিত (Anindya Islam Amit), বিএনপি (BNP) এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, “গোপালগঞ্জে যা করেছে, তার প্রমাণ আগেই দেখা গেছে। তাই আওয়ামী লীগ যেন আর কোথাও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

রোববার (২০ জুলাই) দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা যুবদলের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অমিত। তার বক্তব্যে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি স্পষ্টভাবে ফুটে ওঠে সংগঠনকে আরো ঐক্যবদ্ধ ও অনুপ্রবেশমুক্ত রাখার বার্তা।

তিনি বলেন, “আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু এমন পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে কেউ আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহস না করে।” তাঁর কথায় ছিল কৌশলগত প্রতিরোধের ইঙ্গিত—যেখানে মুখোমুখি সংঘর্ষের বদলে রাস্তায় সক্রিয় থেকে শক্তি প্রদর্শনের উপর জোর দেওয়া হচ্ছে।

বিএনপিতে নতুন যোগদানের বিষয়ে অমিত স্পষ্ট জানিয়ে দেন, “আমরা কোনো যোগদান কর্মসূচি পালন করব না। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন এবং যারা তৃণমূলে সক্রিয় ছিলেন, তারাই আমাদের শক্তি। অনুপ্রবেশকারীদের কোনো স্থান হবে না বিএনপিতে।”

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন। এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু ও মাষ্টার শরিফুল ইসলাম।

রাজনৈতিক আবহে এই বক্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে যশোরের রাজনীতিতে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোড়ন তুলেছে অমিতের বক্তব্য, বিশেষত যেখানে তিনি বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *