“দয়া করে নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন”- ড. আসিফ নজরুলের

উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর (Bangladesh Air Force) প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর আহত ও নিহত শিশুদের ছবি কিংবা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul)।

আজ (সোমবার) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। তবু হয়তো আমাদের আরো কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে। আল্লাহ ভরসা।”

এ ধরনের ভয়াবহ দুর্ঘটনার পর অনেক সময়ই সামাজিক মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের অনুমতি ছাড়া শিশুদের রক্তাক্ত বা অগ্নিদগ্ধ অবস্থার ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসিফ নজরুল।

তিনি আহ্বান জানান, “নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও শিক্ষকদের জন্য এটা অত্যন্ত কষ্টকর।”

আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্তদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা রক্ত দিতে চান, তারা আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ ও সিএমএইচে যোগাযোগ করুন।”

হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি সতর্ক করেন, “হাসপাতালে ভিড় করলে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে।”

শেষে তিনি লেখেন, “সবাই দোয়া করবেন। আল্লাহর দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়।”

উল্লেখ্য, আজ দুপুরে দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে স্কুল শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি হতাহত হন। এখনো বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *