জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) (Jatiya Ganotantrik Party – JAGPA) জামায়াতে ইসলামীর একটি মহাসমাবেশে অংশগ্রহণ করায় এবং জোটের সিদ্ধান্ত ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ১২ দলীয় জোট থেকে বহিষ্কৃত হয়েছে।
সোমবার (২১ জুলাই) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জোটের সমন্বয়কারী ও জাতীয় দল (National Democratic Party – NDP) চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দীর্ঘদিন যাবৎ জাগপার পক্ষ থেকে ১২ দলীয় জোটের নীতিমালা ও গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী কাজ করা, জোটের কর্মসূচিতে অসহযোগিতা এবং বারবার শৃঙ্খলাভঙ্গের ঘটনা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বিবেচনায় জোট সর্বসম্মতভাবে জাগপাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
জোট নেতারা আরও বলেন, “ভবিষ্যতে জাগপার কোনও রাজনৈতিক পদক্ষেপ বা বিবৃতির দায় ১২ দলীয় জোট বহন করবে না।”
সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে ১৯ জুলাই, শনিবার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আয়োজিত এক মহাসমাবেশে যোগ দেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জোটের কাউকে না জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিএনপিকে ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেন।
এছাড়া তিনি সমাবেশে বক্তব্য রাখার সময় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোটের পক্ষে মত প্রকাশ করেন—যা ১২ দলীয় জোটের নীতির সম্পূর্ণ বিপরীত। কারণ, এই জোট শুরু থেকেই পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছে।
জোটের একাধিক নেতা অভিযোগ করেছেন, শুধু এবারের সমাবেশ নয়—গত কয়েক মাস ধরে জাগপার নেতৃত্বাধীন কিছু সদস্য একাধিকবার জোটীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন।
এই প্রেক্ষাপটে ১২ দলীয় জোটের নেতারা একমত হয়ে জাগপাকে বহিষ্কারের সিদ্ধান্তে উপনীত হন এবং সেইমতো আনুষ্ঠানিকভাবে দলটিকে অব্যাহতি দেওয়া হয়।