যত রক্ত লাগবে সব ছাত্রদল ম্যানেজ করবে: ছাত্রদল সভাপতি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib), জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal – JCD) সভাপতি। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও রক্তের প্রয়োজন মেটাতে দলীয়ভাবে উদ্যোগ নিয়েছে ছাত্রদল।

সোমবার (২১ জুলাই) রাতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল (Uttara Adhunik Medical College Hospital) প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাংবাদিকদের রাকিব বলেন, “আমরা এখানে প্রথম থেকেই আছি। ছাত্রদলের ডাক্তার সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। এই মর্মান্তিক দৃশ্য সহ্য করার মতো না হলেও আমরা দায়িত্ব পালনে চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “যত রক্ত লাগবে, সব ছাত্রদল (Chhatra Dal) ম্যানেজ করবে। ঢাবি ছাত্রদলের নেতাকর্মীদেরও বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের আমরা উত্তরা মেডিকেলে সক্রিয় রেখেছি যেন সহযোগিতার ঘাটতি না হয়।”

আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রাকিবুল। তিনি বলেন, “আমরা ইতিমধ্যে অনেক ব্লাড দিয়েছি। যাদের অবস্থা গুরুতর, তাদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য জনসমাগম কমাতে চেষ্টা করছি।”

পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ছাত্রদল-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবুকে মনিটর হিসেবে নিযুক্ত করা হয়েছে বলেও জানান সভাপতি রাকিবুল। তিনি বলেন, “সাগর বাবু সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছেন, যাতে কোনোরকম বিশৃঙ্খলা না হয়।”

এ সময় রাকিবুল ইসলাম রাকিব দুর্ঘটনায় আহতদের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়ে বলেন, “আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে পাশে দাঁড়াতে এসেছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *