এইচএসসি পরীক্ষা নিয়ে এক অদ্ভুত দ্বন্দ্ব ও প্রশাসনিক বিশৃঙ্খলার মধ্যে আজ মঙ্গলবার (২২ জুলাই) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে মধ্যরাতে ফেসবুকে জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)।
নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এডমিন।।”
এর আগে ইয়থ উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, দীর্ঘ চার ঘণ্টা ধরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ মোট চারজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো সাড়া দেননি।
তথ্য উপদেষ্টার অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর-এর পরামর্শেই শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে নিশ্চুপ থেকেছেন। মাহফুজ আলম বলেন, “তিনি (শিক্ষা উপদেষ্টা) নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে সিনিয়র সচিবের গাইডলাইন অনুসরণ করছেন, যা বর্তমান পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন।”
তিনি আরও জানান, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি এখন শিক্ষা উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যাতে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়।
পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত এবং পেছনের প্রশাসনিক নাটক এখন জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে—কার হাতে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা? এবং কেনইবা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি হতে থাকল?