৯ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

দীর্ঘ কয়েক ঘণ্টার উত্তেজনা ও অচলাবস্থার পর অবশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ (Milestone School and College) থেকে বের হয়ে এসেছেন অবরুদ্ধ দুই উপদেষ্টা, প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা কলেজ ভবন ত্যাগ করেন। এরপর নিরুত্তর ভঙ্গিতে গাড়িতে উঠে ঘটনাস্থল ছাড়েন তারা।

অবরুদ্ধ কর্মকর্তারা হলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul), শিক্ষা উপদেষ্টা সি আর আবরার (C R Abrar), প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam), এবং একজন সহকারী প্রেস সচিব।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কলেজের ভেতরে প্রবেশ করে কয়েক শত পুলিশ সদস্য তাদের নিরাপদে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, দিয়াবাড়ি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে বিকেল সাড়ে ৪টার দিকে আবারও কলেজ ভবনের ভিতরে ফিরে যেতে বাধ্য হন উপদেষ্টারা।

দিনভর আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল দুই উপদেষ্টার আগমন। ঘটনাস্থলে উপস্থিত হতেই তাদের ঘিরে ফেলে উত্তেজিত শিক্ষার্থীরা। ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যার ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিক্ষোভের উত্তাপ। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকলেও, শিক্ষার্থীদের ক্ষোভ দমাতে ব্যর্থ হন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ছিল স্পষ্ট ও হৃদয়বিদারক। কলেজের সামনের রাস্তায় ব্যানার, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা জানান, “বিচার চাই না, সন্তানের লাশ চাই”, “সঠিক লাশের হিসাব চাই”, “উই ওয়ান্ট জাস্টিস”— এমন নানা শ্লোগান।

এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থীরা ছয় দফা দাবি পেশ করে, যার মধ্যে নিহত সহপাঠীদের পরিচয় ও প্রকৃত ঘটনার তদন্ত অন্যতম। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছে। তবে তার এই ঘোষণার পরও পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির ঘটনা ঘটে।

শেষ পর্যন্ত সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উপদেষ্টা ও কর্মকর্তারা গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ, অসন্তোষ, আর আস্থার সংকট— তা থেকেই যায়, অব্যাহত থাকে মাইলস্টোনের সামনে উত্তেজনার আবহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *