দেশের অর্থনৈতিক অব্যবস্থা, বাজেট বরাদ্দের অPrioritization এবং দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারসা মেহজাবিন পূর্ণি (Parsa Mehzabeen Poorni)। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশাসন ও নীতিনির্ধারকদের দিকে আঙুল তোলেন।
পূর্ণি লেখেন, “বাংলাদেশের টাকা নাই—এই ব্যাপারটা আমি মানতে পারি না। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থের সঠিক ব্যবস্থাপনার অভাব, অগ্রাধিকারের সঠিক নির্ধারণ না করা, এবং সীমাহীন দুর্নীতি।”
তিনি অভিযোগ করেন, দেশের নেতৃত্ব পর্যায়ের মানুষজন বাজেট ব্যবহারে দূরদর্শী নন এবং জানেন না কোথায় কোন খাতে কী পরিমাণ ব্যয় করা উচিত। তার ভাষায়, “এরা জানে না কীভাবে চুক্তির ক্ষেত্রে কার্যকরভাবে আলোচনার (negotiation) মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়।”
পূর্ণির স্ট্যাটাসে প্রশাসনের প্রতি ক্ষোভ ছিল স্পষ্ট:
“এরা শুধু খেতে জানে, লুট করতে জানে। আর সবসময় বলির পাঁঠা বানায় সাধারণ মানুষকে। অভিশপ্ত একটা দেশ!”
সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্ট্যাটাস ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তাঁর সাহসী বক্তব্যের প্রশংসা করলেও, কেউ কেউ এর ভাষা ও রাগ প্রকাশের ধরন নিয়ে বিতর্ক তুলেছেন। তবে স্পষ্টতই, পূর্ণির এই স্ট্যাটাস দেশের তরুণ সমাজের একাংশের হতাশা ও ক্ষোভেরই প্রতিফলন।
বর্তমান সময়ে অর্থনৈতিক টানাপোড়েন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ও বিদেশি ঋণের চাপ—সব মিলিয়ে দেশের অর্থনীতির বাস্তব চিত্র নিয়ে অসন্তুষ্ট অনেকেই। পূর্ণির বক্তব্য সেই অসন্তুষ্টিরই এক সাহসী প্রতিবাদ হিসেবে উঠে এসেছে।