মাইলস্টোন কলেজে নিহতের সংখ্যা ২৭ বলা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না: জামায়াত আমীর

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৭ বলে সরকারিভাবে জানানো হলেও এই সংখ্যায় সন্দেহ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি না যে নিহতের সংখ্যা মাত্র ২৭—আমার ধারণা, এটি আরও বেশি হতে পারে।”

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটায় পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমীর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া দলীয় কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে।

স্মরণসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “তারা (নিহতরা) তাদের মা-বাবার বুক ভেঙে চলে গেছে। এ সন্তানরা আর ফিরবে না। আমরা দোয়া করি—আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। আহতদের যেন পূর্ণ শেফা দান করেন।”

তিনি জানান, দুর্ঘটনার পর থেকে জামায়াতের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে সহায়তা করছে। সংগঠনের পক্ষ থেকে আর্থিক, শ্রমিক ও রক্ত সহায়তার ঘোষণা দেন তিনি। বলেন, “যার যেখানে যা প্রয়োজন—আমরা দেব। আল্লাহ যেন আমাদের খেদমত কবুল করেন।”

এ সময় নিহতদের পরিবারের পাশে সংগঠন সর্বাত্মকভাবে থাকবে বলেও আশ্বাস দেন জামায়াত আমীর। এ প্রসঙ্গে তিনি আরও জানান, দুর্ঘটনায় মৃত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্ত্রী-সন্তানদের দায়িত্ব জামায়াত নিয়েছে। তার তিন ছেলে ও এক মেয়ে যেন ভালোভাবে বেড়ে ওঠে, সেজন্য তিনি সকলের সহযোগিতা চান।

বক্তৃতায় রাজনৈতিক বার্তাও দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আগামী নির্বাচনে আবু তালেব মন্ডলের পাশে সবাইকে দাঁড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। কোরআনের পথেই দেশে ইসলাম কায়েম হবে।”

তিনি আরও বলেন, “লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত তো? এটি চলমান থাকবে।” তিনি নিজেও একবার মঞ্চ থেকে পড়ে যাওয়ার ঘটনা স্মরণ করে বলেন, “আমি যেন শহীদের মৃত্যু লাভ করি—এটাই আমার চাওয়া। জাতির কল্যাণে কাজ করার তৌফিক দিন।”

এদিন সকালে খুলনার দাকোপে জামায়াত নেতা আবু সাঈদের কবর জিয়ারত শেষে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়ামে অবতরণ করেন জামায়াত আমীর। সেখান থেকে চর মিরকামারীর কবরস্থানে গিয়ে নিহত এক ব্যক্তির কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

মাইলস্টোন কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় জামায়াতের পক্ষ থেকে।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (Mawlana Rafiqul Islam Khan), পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস. এম. সোহেলসহ আরও অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *