সিঁদ কেটে ঘরে ঢুকে কাটলো যুবদল নেতার রগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় গভীর রাতে ঘরের সিঁদ কেটে ঢুকে এক যুবদল নেতার ওপর ভয়াবহ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত নেতার ডান পায়ের রগ কেটে ফেলার পর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামের মোল্লাবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন আবদুল খালেক মোল্লা (Abdul Khalek Molla), বয়স ৪৪ বছর। তিনি শৌলজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের একাংশের সভাপতি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (National Life Insurance Company Limited)-এর কাঁঠালিয়া শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে খাবার শেষে খালেক মোল্লা তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরের পশ্চিম পাশ দিয়ে সিঁদ কেটে ভেতরে ঢুকে পড়ে। তখন সবাই গভীর ঘুমে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঘুমন্ত অবস্থায় খালেক মোল্লার ডান পায়ের রগ কেটে দেয়।

তাঁর চিৎকারে স্ত্রী ও সন্তান জেগে ওঠেন এবং দ্রুত আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খালেক মোল্লার স্ত্রী জেসমিন বেগম বলেন, “আমরা কিছুই বুঝতে পারছি না, কারা এমন করল বা কেন করল।” অন্যান্য স্বজনরাও হামলার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। তবে তাঁরা সবাই ঘটনায় গভীর উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাঁঠালিয়া-রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম (Md. Shah Alam)।

কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা (OC Mong Chenla) বুধবার বিকেলে সাংবাদিকদের বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। এখনো পর্যন্ত মামলা হয়নি, তবে তদন্তের স্বার্থে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।”

এ ঘটনার পেছনে রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *